প্রকৃতপক্ষে এই বিশ্বজগতে 'অসীম' বলে যদি কিছু থেকে থাকে, সেটা মায়ের ভালবাসা। ছোট্টবেলা থেকে বুকের মাঝে আগলে রেখে, আমাদের জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিতে সদা প্রস্তুত থাকেন মা
মায়ের ভালবাসার কোনো প্রতিদান কার পক্ষে দেয়া কখনোই সম্ভব না, কিন্তু কাজের চাপে, ব্যস্ত জীবনে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে এটুকুও বলতে ভুলে যাই, আসলে তাকে কতটা ভালবাসি।
তাই আজ আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, মাকে বলার
"প্রিয় মা,
জানি বোঝো তুমি সবটা আমার
কখনো খুলে বলা হোলো না
Song Credits:
Title: Priyo Ma
Album: Lottery
Lyrics: Brishty Dessa
Download Mp3:
লেখা হয়নি তোমায় লিখবো লিখবো করে
ভাল আছি আমি খুব ভালো আছি এই শহরে
একা লাগেনা কত চেনা জানা রাত দুপুরে
বিদ্রঃ প্রিয় মা গানটির সম্পূর্ণ লিরিক্স ও Mp3 ডাউনলোড লিংক পরবর্তীতে আপডেট দেওয়া হবে।